“অন্তর্বর্তী সরকারই বর্তমান সংকটের মূল: মির্জা ফখরুল”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বর্তমান রাজনৈতিক অস্থিরতা মূলত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের ফল।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে ১৯৭১ সালের ইতিহাস থেকে দূরে সরাতে চাইছে। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা জাতির হৃদয়ে চিরস্থায়ী। যারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, তাদের চক্রান্ত জাতি ভুলবে না।
ফখরুল বলেন, অভ্যুত্থানের তিন মাসের মধ্যেই নির্বাচন হলে অপশক্তি মাথা তুলতে পারত না। বিএনপির ৩১ দফায় সব সংস্কার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে বলা হচ্ছে—‘পিআর না হলে নির্বাচন হবে না’। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভ্রান্ত।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা ভারত সরকারকে আহ্বান জানাই, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।















