ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। সম্প্রতি প্রায় ৯ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পর এবার কমেছে মূল্যবান এই ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৬১৩ টাকা। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়।

বাজুস জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে এই সমন্বিত মূল্য কার্যকর হয়েছে এবং ১ নভেম্বর পর্যন্ত স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২১ ক্যারেটের স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা,

  • ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা,

  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

সংগঠনটি জানিয়েছে, ক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর নির্ভর করে মজুরিতে পার্থক্য থাকতে পারে।

এর আগে, ২৯ অক্টোবর বাজুস ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল। নতুন দাম কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে, আর তার একদিন পরই মূল্য আবার কমানো হলো।

তবে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা আছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম

আপডেট সময় ০৭:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। সম্প্রতি প্রায় ৯ হাজার টাকা বৃদ্ধি পাওয়ার পর এবার কমেছে মূল্যবান এই ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ৬১৩ টাকা। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯৬ টাকায়।

বাজুস জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) থেকে এই সমন্বিত মূল্য কার্যকর হয়েছে এবং ১ নভেম্বর পর্যন্ত স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন তালিকা অনুযায়ী,

  • ২১ ক্যারেটের স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা,

  • ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা,

  • আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

সংগঠনটি জানিয়েছে, ক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর নির্ভর করে মজুরিতে পার্থক্য থাকতে পারে।

এর আগে, ২৯ অক্টোবর বাজুস ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছিল। নতুন দাম কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে, আর তার একদিন পরই মূল্য আবার কমানো হলো।

তবে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা আছে।