ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

ভোপালে মডেল খুশবুর রহস্যজনক মৃত্যু, প্রেমিক কাসিমের হদিস নেই

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে এক তরুণী মডেলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম খুশবু আহিরওয়ার (২১)। সোমবার (১০ নভেম্বর) ভোরে ভোপালের কাছে সেহোর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, খুশবুকে তার প্রেমিক কাসিম একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহটি পোস্টমর্টেমের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চলছে।

মৃতের মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “তার শরীরজুড়ে আঘাতের দাগ, মুখ ফুলে গেছে, গোপনাঙ্গেও ক্ষত রয়েছে। ওকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।”

খুশবুর বোনও একই দাবি করেন— “তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, শরীরের প্রায় সর্বত্র আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

পরিবারের ভাষ্যমতে, খুশবু দীর্ঘদিন ধরে ২৭ বছর বয়সী কাসিম নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কাসিম বর্তমানে নিখোঁজ। পুলিশ জানিয়েছে, তারা উজ্জয়িন থেকে ভোপালে ফিরছিলেন, পথে খুশবুর শরীর খারাপ হলে কাসিম তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই সে তাকে ফেলে রেখে চলে যায়।

ঘটনার কয়েক দিন আগে কাসিম খুশবুর মাকে ফোন করে জানায়, “আমি মুসলিম, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। চিন্তা করবেন না, আমি তাকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি।” এরপর খুশবু নিজেও ফোনে বলেন, “চিন্তা করো না, কাসিম ভালো ছেলে।” এটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

খুশবু আহিরওয়ার ছিলেন ভোপালের উদীয়মান এক মডেল, যার সোশ্যাল মিডিয়ায় বহু অনুসারী ছিল। তিনি নিয়মিত গ্ল্যামার ফটোশুট এবং ব্র্যান্ড প্রোমোশনের ছবি পোস্ট করতেন। বিএ প্রথম বর্ষের পর পড়াশোনা বন্ধ করে তিনি ভোপালে থেকেই খণ্ডকালীন চাকরি করতেন এবং মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন।

তার মা জানান, “ও সবসময় বলত, একদিন নিজের নাম উজ্জ্বল করবে।”

পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং কাসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তারা জানান, খুশবুর শরীরে আঘাতের ধরন থেকে হামলা ও যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পারওয়ালিয়া থানার এক কর্মকর্তা বলেন, “আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি। যৌন সহিংসতা ও হত্যাসহ সব দিকেই তদন্ত চলছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
৫০ বার পড়া হয়েছে

ভোপালে মডেল খুশবুর রহস্যজনক মৃত্যু, প্রেমিক কাসিমের হদিস নেই

আপডেট সময় ০২:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ভারতের মধ্যপ্রদেশে এক তরুণী মডেলের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম খুশবু আহিরওয়ার (২১)। সোমবার (১০ নভেম্বর) ভোরে ভোপালের কাছে সেহোর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, খুশবুকে তার প্রেমিক কাসিম একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার পর ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহটি পোস্টমর্টেমের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চলছে।

মৃতের মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “তার শরীরজুড়ে আঘাতের দাগ, মুখ ফুলে গেছে, গোপনাঙ্গেও ক্ষত রয়েছে। ওকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।”

খুশবুর বোনও একই দাবি করেন— “তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, শরীরের প্রায় সর্বত্র আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

পরিবারের ভাষ্যমতে, খুশবু দীর্ঘদিন ধরে ২৭ বছর বয়সী কাসিম নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কাসিম বর্তমানে নিখোঁজ। পুলিশ জানিয়েছে, তারা উজ্জয়িন থেকে ভোপালে ফিরছিলেন, পথে খুশবুর শরীর খারাপ হলে কাসিম তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই সে তাকে ফেলে রেখে চলে যায়।

ঘটনার কয়েক দিন আগে কাসিম খুশবুর মাকে ফোন করে জানায়, “আমি মুসলিম, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। চিন্তা করবেন না, আমি তাকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি।” এরপর খুশবু নিজেও ফোনে বলেন, “চিন্তা করো না, কাসিম ভালো ছেলে।” এটাই ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা।

খুশবু আহিরওয়ার ছিলেন ভোপালের উদীয়মান এক মডেল, যার সোশ্যাল মিডিয়ায় বহু অনুসারী ছিল। তিনি নিয়মিত গ্ল্যামার ফটোশুট এবং ব্র্যান্ড প্রোমোশনের ছবি পোস্ট করতেন। বিএ প্রথম বর্ষের পর পড়াশোনা বন্ধ করে তিনি ভোপালে থেকেই খণ্ডকালীন চাকরি করতেন এবং মডেলিংয়ে নিজের ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন।

তার মা জানান, “ও সবসময় বলত, একদিন নিজের নাম উজ্জ্বল করবে।”

পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করেছে এবং কাসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তারা জানান, খুশবুর শরীরে আঘাতের ধরন থেকে হামলা ও যৌন নির্যাতনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

পারওয়ালিয়া থানার এক কর্মকর্তা বলেন, “আমরা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি। যৌন সহিংসতা ও হত্যাসহ সব দিকেই তদন্ত চলছে।”