ব্রেকিং নিউজ :
দেশে কমলো সোনার দাম; ২২ ক্যারেটে ভরি ১ হাজার ৫০ টাকা হ্রাস
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমছে। মূল্যহ্রাসের পর নতুন দাম দাঁড়াবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এই সমন্বিত মূল্য বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সোনার বাজারে ওঠানামা চলছে। চলতি বছরের ১৭ অক্টোবর দেশে প্রতি ভরি সোনার মূল্য বেড়ে পৌঁছেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।




















