ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমান হাদির ওপর হা*ম*লা*য় উদ্বেগ জানিয়ে স্বজনকে প্রধান উপদেষ্টার ফোন Logo ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান Logo ২০২৬ বিশ্বকাপ টিকিটের মূল্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র অসন্তোষ Logo এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন ওসমান হাদি Logo হাদির জনসংযোগে দেখা গেল মোটরসাইকেলে গুলি ছোড়া দুই ব্যক্তি Logo ওয়েস্ট ইন্ডিজকে তিন দিনে হারিয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড Logo সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন Logo ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে Logo ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচন: আজ থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি

চিকিৎসকদের আপডেট—অবস্থান অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও কোনো পরিবর্তন আসেনি। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার স্বাস্থ্য অবনতির দিকে না গেলেও স্থিতিশীল রয়েছে। শারীরিকভাবে ভ্রমণ উপযোগী না হওয়ায় এখনো তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়নি, ফলে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে এভারকেয়ার হাসপাতালেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাসপাতালের বাইরে আগের মতো বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল অপেক্ষাকৃত শিথিল।

সাবেক প্রধানমন্ত্রীর শরীরের বর্তমান অবস্থার ওপর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববার (৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যান করা হয় এবং রিপোর্ট স্বাভাবিক আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন—তার স্বাস্থ্য ভ্রমণের উপযোগী হয়নি বলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া আপাতত সম্ভব নয়। যদিও শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে যুক্তরাজ্যে নেয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল। এ সময় লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান; তিনি প্রতিদিন দু’বার হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ নিচ্ছেন। পাশাপাশি, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও টানা ১৭ দিন ধরে তার সঙ্গে রয়েছেন।

গত শনিবার (৬ ডিসেম্বর) মেডিকেল বোর্ড জানিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তিনি ভ্রমণের উপযোগী হলেই বিদেশে নেওয়া হবে।

৮০ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
২৮ বার পড়া হয়েছে

চিকিৎসকদের আপডেট—অবস্থান অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও কোনো পরিবর্তন আসেনি। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার স্বাস্থ্য অবনতির দিকে না গেলেও স্থিতিশীল রয়েছে। শারীরিকভাবে ভ্রমণ উপযোগী না হওয়ায় এখনো তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়নি, ফলে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে এভারকেয়ার হাসপাতালেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাসপাতালের বাইরে আগের মতো বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল অপেক্ষাকৃত শিথিল।

সাবেক প্রধানমন্ত্রীর শরীরের বর্তমান অবস্থার ওপর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববার (৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যান করা হয় এবং রিপোর্ট স্বাভাবিক আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন—তার স্বাস্থ্য ভ্রমণের উপযোগী হয়নি বলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া আপাতত সম্ভব নয়। যদিও শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে যুক্তরাজ্যে নেয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল। এ সময় লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান; তিনি প্রতিদিন দু’বার হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ নিচ্ছেন। পাশাপাশি, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও টানা ১৭ দিন ধরে তার সঙ্গে রয়েছেন।

গত শনিবার (৬ ডিসেম্বর) মেডিকেল বোর্ড জানিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তিনি ভ্রমণের উপযোগী হলেই বিদেশে নেওয়া হবে।

৮০ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন।