ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে Logo নির্বাচন ঘিরে গোপন হামলার শঙ্কা ইসির, কঠোর অবস্থানের ঘোষণা কমিশনার সানাউল্লাহর Logo হাদির ওপর হামলায় ফয়সালের গুলিবর্ষণ, বাইক চালক আলমগীর—ডিএমপির তথ্য Logo কলকাতার বিশৃঙ্খলার পর হায়দরাবাদে মেসির মোহ, সামনে মুম্বাই ও দিল্লি সফর

বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হবে। তিনি বলেন, ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী ব্যয় নিয়েও কোনো জটিলতা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব আয়োজন রাখা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে এবং চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
২০ বার পড়া হয়েছে

বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০২:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সামনে আরও স্থিতিশীল হবে। তিনি বলেন, ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী ব্যয় নিয়েও কোনো জটিলতা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আগামী নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে।

এর আগে রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব আয়োজন রাখা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, হাদির চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে এবং চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।