৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ জমার তাগিদ ধর্ম মন্ত্রণালয়ের
২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজ-২০২৬ এর জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত নির্দেশনায় উল্লেখ করা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী, যেসব হজযাত্রী এখনো নির্বাচিত প্যাকেজের পুরো টাকা পরিশোধ করেননি, তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ জমা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অবশিষ্ট টাকা জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে।


























