সশস্ত্র অপহরণ: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রকাশ্য স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তি হলেন পিন্টু আকন্দ (৩৫), যিনি নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি শোরুমের মালিক।
সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘লটো’ শোরুমে এই ঘটনা ঘটে।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস শোরুমের সামনে থামে। গাড়ি থেকে মুখোশ পরা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তাদের একজন শোরুমের ভেতরে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ব্যবসায়ী পিন্টু আকন্দকে ভয় দেখায় এবং জোরপূর্বক টেনে বাইরে নিয়ে যায়। পরে অন্য সহযোগীদের সহায়তায় তাকে মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অপহরণকারীরা।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, অপহরণকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
এই ঘটনায় ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো অপহৃত পিন্টু আকন্দের কোনো খোঁজ পাওয়া যায়নি।




















