লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ কিশোরীর মৃত্যু ঘটেছে, প্রাণহানি বেড়ে দুইতে দাঁড়িয়েছে
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মারা যায়।
রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। আগুনের ঘটনায় বেলাল নিজেও দগ্ধ হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। ওই সময় তার ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়। আগুনে বেলাল, বড় মেয়ে স্মৃতি এবং মেঝো মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সায়মা আক্তার বিথি দগ্ধ হয়।
দগ্ধদের মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্যমতে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হয়েছিল। বিথির অবস্থার উন্নতি হলে পরদিনই তাকে ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পর্যন্ত মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে, যার মধ্যে দুটি বন্ধ ও একটি খোলা ছিল। তবে প্রাথমিকভাবে পেট্রোল ব্যবহারের সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আগুনের ঘটনায় প্রথমে আয়েশা নিহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। মামলার পর থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।












