মৌলভীবাজারে সংঘর্ষের ঘটনায় দুই সহোদরের প্রাণহানি ঘটেছে
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুরোনো বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাইয়ের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিওসি মাঠ গুদাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কুয়েতপ্রবাসী জামাল উদ্দিন এবং তার ছোট ভাই কাইয়ুম। পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী জমির উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ ছিল। কয়েক বছর আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডে নিহত জমির উদ্দিনের ভাগ্নে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি ছিলেন কাইয়ুম।
শনিবার সন্ধ্যায় কাইয়ুমকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্দেশ্যে জমির উদ্দিন ও তার সহযোগীরা কাইয়ুমের বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় কাইয়ুম ও তার বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে প্রতিপক্ষের জমির উদ্দিনসহ কয়েকজন আহত হন।
পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



















