ভোটে জয়ী হলে ঠাকুরগাঁওয়ের সার্বিক অগ্রগতিতে জোর দেবো: মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং জনগণের সেবায় কাজ করার সুযোগ পাওয়াকে সৌভাগ্য হিসেবে দেখছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁওয়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, আগামীতেও এই এলাকার মানুষ আগের মতোই সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন—এটাই তার প্রত্যাশা ও আবেদন।



















