পতাকা ঢাকা গাড়িতে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে গুলশানে পৌঁছাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে লাল-সবুজ জাতীয় পতাকায় আচ্ছাদিত গাড়িটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।
প্রাথমিকভাবে মরদেহটি তার দীর্ঘদিনের বাসস্থান ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব। পরে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তাজনিত কারণে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী না আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।












