বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা পার্থ শেখ, কে সেই পাত্রী?
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তিনি বিয়ে করেছেন সামিহা রহমানকে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
জানা গেছে, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ ও সামিহাকে একসঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের সেই সম্পর্কই এবার পরিণয় পেল বৈবাহিক বন্ধনে।
মডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও গত দুই বছরে অভিনয়ে পার্থ শেখ আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। নিয়মিত নাটকের পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এ অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার ‘নয়া নোট’ নাটকটি বেশ সাড়া ফেলেছিল।



















