ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান

নিজস্ব সংবাদ :

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ করেন। মাত্র চার মাসের পরিচয়ের পর শুরু হওয়া এই দাম্পত্য জীবন ঘিরে তখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা দেখা যায়। তবে সময় গড়াতেই সেই সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিয়ের কয়েক মাস পর থেকেই তাহসান ও রোজা আহমেদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। গত জুলাই মাস থেকে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে বিচ্ছেদের সিদ্ধান্তের দিকেই এগোচ্ছেন।

এই বিষয়ে সময় সংবাদকে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবরটি সত্য এবং তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন না। তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি, তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত সত্য হলেও এ নিয়ে বিস্তারিত আলোচনা তিনি পরে করবেন। কবে ও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি বড় এবং সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তিনি বিস্তারিত জানাবেন।

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, শারীরিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছেন, তবে এসবের কারণ এখনই প্রকাশ করতে চান না।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সংসারের ইতি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১০ বার পড়া হয়েছে

বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ করেন। মাত্র চার মাসের পরিচয়ের পর শুরু হওয়া এই দাম্পত্য জীবন ঘিরে তখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা দেখা যায়। তবে সময় গড়াতেই সেই সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিয়ের কয়েক মাস পর থেকেই তাহসান ও রোজা আহমেদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। গত জুলাই মাস থেকে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে বিচ্ছেদের সিদ্ধান্তের দিকেই এগোচ্ছেন।

এই বিষয়ে সময় সংবাদকে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবরটি সত্য এবং তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন না। তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি, তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত সত্য হলেও এ নিয়ে বিস্তারিত আলোচনা তিনি পরে করবেন। কবে ও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি বড় এবং সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তিনি বিস্তারিত জানাবেন।

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, শারীরিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছেন, তবে এসবের কারণ এখনই প্রকাশ করতে চান না।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সংসারের ইতি ঘটে।