ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব সংবাদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির প্রথম দিনেই বড় অগ্রগতি এসেছে। নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানি শেষে ৭০ জন আপিলকারীর মধ্যে ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি শেষে এ তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আজ ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল গ্রহণ করা হয়েছে, ১৫টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৩টি বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আজকের শুনানিতে কয়েকজন আলোচিত প্রার্থীর ভাগ্যও নির্ধারিত হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন। পাশাপাশি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয় গত ৫ জানুয়ারি এবং তা শেষ হয় শুক্রবার। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
ইসির সূচি অনুযায়ী, আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১৮ বার পড়া হয়েছে

ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় ১০:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির প্রথম দিনেই বড় অগ্রগতি এসেছে। নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানি শেষে ৭০ জন আপিলকারীর মধ্যে ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি শেষে এ তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আজ ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২টি আপিল গ্রহণ করা হয়েছে, ১৫টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৩টি বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আজকের শুনানিতে কয়েকজন আলোচিত প্রার্থীর ভাগ্যও নির্ধারিত হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন। পাশাপাশি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু হয় গত ৫ জানুয়ারি এবং তা শেষ হয় শুক্রবার। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়েছে, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।
ইসির সূচি অনুযায়ী, আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।
এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।