আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা
দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য তালিকা রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
হালনাগাদ দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৯২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি মূল্য ৩ হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
























