ব্রেকিং নিউজ :
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানালেন মির্জা আব্বাস
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ বিষয়ে কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের ভেতরে রাখা হয়েছে। নির্বাচন যাতে কোনো পক্ষের অনুকূলে প্রভাবিত না হয়, সে জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ যদি মবোক্রেসির পথে হাঁটতে চায়, তার দায় তাকেই বহন করতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির লক্ষ্যে কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আইনশৃঙ্খলা নির্বাচন নির্বাচন কমিশন বিএনপি ভোট পরিস্থিতি মির্জা আব্বাস



















