২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর
বয়স যে কেবল ক্যালেন্ডারের একটি সংখ্যা—আর কিছু নয়, সেটিই আরও একবার প্রমাণ করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। আয়ের অঙ্কে বহুদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও স্পষ্ট ব্যবধানে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন।
বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস ওয়েবসাইট স্পোর্তিকো ২০২৬ সালের শুরুতে প্রকাশ করেছে ক্রীড়া জগতের আর্থিক বিশ্লেষণভিত্তিক তালিকা। আটটি ভিন্ন খেলায় অংশ নেওয়া শীর্ষ ১০০ জন তারকার আয় উঠে এসেছে এই প্রতিবেদনে। তালিকার এক নম্বরে আবারও জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০২৫ সালে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ২৬০ মিলিয়ন ডলারে। এর মধ্যে সৌদি ক্লাব আল-নাসর থেকে বেতন বাবদ পেয়েছেন প্রায় ২০০ মিলিয়ন ডলার। মাঠের বাইরের বিজ্ঞাপন ও ব্র্যান্ড চুক্তি থেকে এসেছে আরও ৬০ মিলিয়ন ডলার।
চমক জাগানো বিষয় হলো, এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। শুধু রিংয়ে লড়াই করেই প্রতিটি ম্যাচে তিনি ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় নিশ্চিত করেন। পাশাপাশি মেক্সিকোজুড়ে বিস্তৃত তার নিজস্ব গ্যাস স্টেশন নেটওয়ার্ক ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে শতাধিক শাখার মাধ্যমে আয়ের পরিধি বাড়িয়েছে।
ইন্টার মিয়ামির তারকা লিওনেল মেসি তালিকার তিন নম্বরে অবস্থান করছেন। ২০২৫ সালে তার আয় হয়েছে ১৩০ মিলিয়ন ডলার—যা রোনালদোর মোট আয়ের প্রায় অর্ধেক।
ফুটবলারদের মধ্যে আরও কয়েকজন এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ১১৫ মিলিয়ন ডলার আয় করে করিম বেনজেমা আছেন সাত নম্বরে। কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে অবস্থান করছেন ১২ নম্বরে, আর ৭৭ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে ১৮তম স্থানে আছেন আর্লিং হালান্ড।
সব মিলিয়ে, আটটি ভিন্ন খেলার তারকাদের নিয়ে গড়া এই তালিকার শীর্ষ ১০০ জনের মোট আয় ছাড়িয়েছে ৬ বিলিয়ন ডলার। সময় বদলালেও শীর্ষে থাকা নামটি বদলায়নি—আর্থিক রাজত্বে এখনো একচ্ছত্র আধিপত্য ক্রিশ্চিয়ানো রোনালদোরই।
























