জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ না দেওয়ার বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে আলোচনা শুরু হয় গত ৯ ডিসেম্বর। ওই দিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমির একটি গণমাধ্যমের জরিপের প্রসঙ্গ তুলে ধরে ইসলামী আন্দোলনের ভোটপ্রাপ্তির হারকে ‘শূন্য দশমিক কিছু’ হিসেবে উল্লেখ করেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এটিকে চরমোনাই পীরের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে দেখা হয়। এ ঘটনার পর থেকেই দলটি জামায়াতের জোটের বাইরে বিকল্প রাজনৈতিক কৌশল নিয়ে ভাবতে শুরু করে বলে জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল—জামায়াতের জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত।
গাজী আতাউর রহমান বলেন, ওই বৈঠকের দিনই ইসলামী আন্দোলনের আমির আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, জামায়াতের উদ্দেশ্য হয়তো পুরোপুরি স্বচ্ছ নয়। পরে দেখা গেছে, তারা ওই জরিপের ওপরই নির্ভর করে অবস্থান নিয়েছে।
তবে একই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জামায়াতের নেতৃত্বাধীন জোটে না থাকার অন্যতম কারণ হলো—জামায়াত ইসলামের মূল পথ থেকে বিচ্যুত হয়েছে বলে তাদের ধারণা।
























