ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ভোটের দৌড়ে ৪০ আসনে বিদ্রোহী প্রার্থী, বিএনপির ভাবনায় কী আছে?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে গতি পাচ্ছে, শিগগিরই শুরু হবে পূর্ণমাত্রার প্রচারণা। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতার বাইরে থাকা (বিএনপি) এবার নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিষয়টি।

যদিও অনেকেই ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন, তবুও এখনও প্রায় ৪০টি আসনে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় নেতৃত্বের হাতে একক প্রার্থী নিশ্চিত করতে সময় আছে মাত্র এক দিন। এর মধ্যেই নতুন করে চাপ তৈরি করেছে গুরুত্বপূর্ণ তিনটি আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা।

দলীয় নেতাদের দাবি, বিদ্রোহীরা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। অন্যদিকে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আইনি পথে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশের পরই বিদ্রোহের বিষয়টি সামনে আসে। দলটির হিসাব অনুযায়ী, সিদ্ধান্ত অমান্য করে অন্তত ৫২টি আসনে ৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে অনেকেই দলের পদধারী ও প্রভাবশালী নেতা।

বিদ্রোহ দমনে ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন -এর মৃত্যুর দিন ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়। তবে তাতেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করেন দলীয় প্রধান । কয়েক দিন ধরে তিনি বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন। তার আশ্বাসের পর অন্তত ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এখনও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিপরীত চিত্রও রয়েছে—তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরও ঢাকা-১২ আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নিরব নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এমন আরও কিছু বহিষ্কৃত নেতা এখনও প্রচারণা চালাচ্ছেন।

বিদ্রোহী ঠেকাতে দলটি কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে, কিন্তু তারপরও মাঠে রয়ে গেছে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। এদিকে ঋণ খেলাপ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৪, কুমিল্লা-১০ ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে । দলীয় আইনজীবীদের মতে, উচ্চ আদালতে রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও রয়েছে।

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কদ্দুছ কাজল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলতে পারে এবং অতীতেও এমন নজির রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। বিদ্রোহী প্রার্থীদের সরাতে বিএনপির হাতে সময় রয়েছে আর মাত্র এক দিন। এখন দেখার বিষয়, নির্বাচন-পূর্ব এই সংকট দলটি কীভাবে সামাল দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
১৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ভোটের দৌড়ে ৪০ আসনে বিদ্রোহী প্রার্থী, বিএনপির ভাবনায় কী আছে?

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে গতি পাচ্ছে, শিগগিরই শুরু হবে পূর্ণমাত্রার প্রচারণা। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতার বাইরে থাকা (বিএনপি) এবার নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিষয়টি।

যদিও অনেকেই ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন, তবুও এখনও প্রায় ৪০টি আসনে বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন। দলীয় নেতৃত্বের হাতে একক প্রার্থী নিশ্চিত করতে সময় আছে মাত্র এক দিন। এর মধ্যেই নতুন করে চাপ তৈরি করেছে গুরুত্বপূর্ণ তিনটি আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা।

দলীয় নেতাদের দাবি, বিদ্রোহীরা নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। অন্যদিকে, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আইনি পথে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশের পরই বিদ্রোহের বিষয়টি সামনে আসে। দলটির হিসাব অনুযায়ী, সিদ্ধান্ত অমান্য করে অন্তত ৫২টি আসনে ৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের মধ্যে অনেকেই দলের পদধারী ও প্রভাবশালী নেতা।

বিদ্রোহ দমনে ৩০ ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন -এর মৃত্যুর দিন ১০ জন নেতাকে বহিষ্কার করা হয়। তবে তাতেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত সরাসরি হস্তক্ষেপ করেন দলীয় প্রধান । কয়েক দিন ধরে তিনি বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন। তার আশ্বাসের পর অন্তত ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এখনও সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে এবং যারা দলের সিদ্ধান্ত মানবেন না, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিপরীত চিত্রও রয়েছে—তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরও ঢাকা-১২ আসনের বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নিরব নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। এমন আরও কিছু বহিষ্কৃত নেতা এখনও প্রচারণা চালাচ্ছেন।

বিদ্রোহী ঠেকাতে দলটি কয়েকটি উপজেলা ও জেলা কমিটিও বিলুপ্ত করেছে, কিন্তু তারপরও মাঠে রয়ে গেছে অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী। এদিকে ঋণ খেলাপ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা-৪, কুমিল্লা-১০ ও চট্টগ্রাম-২ আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে । দলীয় আইনজীবীদের মতে, উচ্চ আদালতে রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনও রয়েছে।

বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কদ্দুছ কাজল বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চলতে পারে এবং অতীতেও এমন নজির রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। বিদ্রোহী প্রার্থীদের সরাতে বিএনপির হাতে সময় রয়েছে আর মাত্র এক দিন। এখন দেখার বিষয়, নির্বাচন-পূর্ব এই সংকট দলটি কীভাবে সামাল দেয়।