ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ডাকসু কার্যনির্বাহী সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন সর্বমিত্র চাকমা Logo পোস্টাল ব্যালট পাঠানো শুরু, সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে প্রকাশ হবে Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

ফিফা র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় নেশন্স কাপের ফাইনালিস্ট দুই দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আফ্রিকা কাপ অব নেশন্সে চমকপ্রদ পারফরম্যান্সের সুফল পেয়েছে মরক্কো। শিরোপা হাতছাড়া হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য এসেছে তাদের ঝুলিতে। নেশন্স কাপের রানার্সআপ মরক্কো উঠে এসেছে অষ্টম স্থানে, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান। ফাইনালে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

১৯৯৮ সালে প্রথমবার সেরা দশে প্রবেশ করেছিল মরক্কো, তখন তারা ছিল দশম। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার সেই অর্জনকেও ছাড়িয়ে গেছে দলটি। অন্যদিকে, ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতা সেনেগাল র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে, যা তাদের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে তাদের সেরা র‍্যাঙ্ক ছিল ১৭।

নেশন্স কাপে তৃতীয় হওয়া নাইজেরিয়া ৭৯.০৯ পয়েন্ট অর্জন করে ১২ ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে। ক্যামেরুনও সমান সংখ্যক ধাপ এগিয়ে রয়েছে ৪৫ নম্বরে। সেমিফাইনালে ওঠা মিশর চার ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছে ৩১ নম্বরে, আর তাদের তিন ধাপ এগিয়ে আছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া গ্যাবন বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়ে; প্রায় ৪৫ পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে ৮৬ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলে কোনো পরিবর্তন হয়নি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে, এরপর রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ১৮০ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১২ বার পড়া হয়েছে

ফিফা র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় নেশন্স কাপের ফাইনালিস্ট দুই দল

আপডেট সময় ১০:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

আফ্রিকা কাপ অব নেশন্সে চমকপ্রদ পারফরম্যান্সের সুফল পেয়েছে মরক্কো। শিরোপা হাতছাড়া হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য এসেছে তাদের ঝুলিতে। নেশন্স কাপের রানার্সআপ মরক্কো উঠে এসেছে অষ্টম স্থানে, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান। ফাইনালে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

১৯৯৮ সালে প্রথমবার সেরা দশে প্রবেশ করেছিল মরক্কো, তখন তারা ছিল দশম। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার সেই অর্জনকেও ছাড়িয়ে গেছে দলটি। অন্যদিকে, ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতা সেনেগাল র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে, যা তাদের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে তাদের সেরা র‍্যাঙ্ক ছিল ১৭।

নেশন্স কাপে তৃতীয় হওয়া নাইজেরিয়া ৭৯.০৯ পয়েন্ট অর্জন করে ১২ ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে। ক্যামেরুনও সমান সংখ্যক ধাপ এগিয়ে রয়েছে ৪৫ নম্বরে। সেমিফাইনালে ওঠা মিশর চার ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছে ৩১ নম্বরে, আর তাদের তিন ধাপ এগিয়ে আছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া গ্যাবন বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়ে; প্রায় ৪৫ পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে ৮৬ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলে কোনো পরিবর্তন হয়নি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে, এরপর রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ১৮০ নম্বরে।