ব্রেকিং নিউজ :
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বণ্টন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে আজ নির্বাচনী প্রতীক বণ্টন করবে নির্বাচন কমিশন। প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতীক গ্রহণ করবেন।
প্রতীক বরাদ্দের পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা পর্যন্ত প্রচার চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে। এতে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ট্যাগস :
১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচনী প্রতীক বরাদ্দ বাংলাদেশের জাতীয় নির্বাচন ভোট প্রচারণা শুরু























