বাংলাদেশকে নিয়ে কড়া মন্তব্য ভারতের সাবেক ক্রিকেটারের
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত আইসিসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান। বাংলাদেশের দাবি উপেক্ষা করে ম্যাচগুলো ভারতে আয়োজনের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ দল অংশ না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ তাদের তিনি শিরোপা জয়ের শক্ত দাবিদার মনে করেন না।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল। এ নিয়ে একাধিক দফা আলোচনা ও দর কষাকষির পর সদস্য দেশগুলোর অংশগ্রহণে ভার্চুয়াল সভা আয়োজন করে আইসিসি।
ওই সভায় ভোটাভুটির মাধ্যমে আইসিসি সিদ্ধান্ত দেয়, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই ম্যাচ খেলতে হবে। অন্যথায় তাদের জায়গায় অন্য কোনো দেশকে সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে দেশের সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর জন্য একদিন সময়ও নির্ধারণ করে দেওয়া হয়।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসান বলেন, আইসিসির এই অবস্থান তিনি প্রত্যাশা করেছিলেন। তার মতে, একটি দল পুরো টুর্নামেন্টকে চাপের মধ্যে ফেলতে পারে না। তিনি বিসিসিআইয়ের ভূমিকাকেও প্রশংসা করেন এবং বলেন, বড় আসরের আগে এমন বিষয়গুলো ভেবে দেখা উচিত ছিল।
এছাড়া আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ পক্ষ থেকে অসন্তোষ প্রকাশের কথাও উল্লেখ করেন ওয়াসান। তার দাবি, একটি নির্দেশনার কারণে কেকেআর এই সিদ্ধান্ত নিয়েছে, তবে এটিকে কেন্দ্র করে বাংলাদেশ ‘অভিমানী’ আচরণ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ না খেললে ক্রিকেটের মান কমে যাবে—এমনটা তিনি মনে করেন না। তার মতে, স্কটল্যান্ডের মতো দল খেলতে পারলে বাংলাদেশ না থাকলেও টুর্নামেন্টে বড় কোনো প্রভাব পড়বে না।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে আয়োজন করা হবে। এর আগে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর অনুরোধ জানিয়েছিল।
সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। একই মাঠে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে খেলবে দলটি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

























