ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

নিরাপত্তা নিয়ে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কার বিকল্প চায় বিসিবি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনায় নিয়ে আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সুযোগ দিতে পারে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়—ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, তাতে কোনো পরিবর্তন আসছে না।
সূত্র জানায়, ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এবং সরকার কেন এতে সম্মতি দিচ্ছে না—এসব বিষয়ে বিভিন্ন সংস্থার গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ না করে আসিফ নজরুল বলেন, “আমরা যা বোঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।” ক্রিকেটারদের প্রতিক্রিয়া নিয়েও তিনি মন্তব্য করতে চাননি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ভারত অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ দেখাচ্ছে। এমন প্রেক্ষাপটে একটি ক্রিকেটপ্রেমী দেশ বিশ্বকাপে অংশ না নিলে সেটি তাদের জন্য বড় ধাক্কা হতে পারে।
এর আগে বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করা হয়, যা শিগগিরই শেষ হতে চলেছে। এ বিষয়ে বিসিবি সভাপতি জানান, আইসিসির সঙ্গে বৈঠকে কিছু “চমকপ্রদ” বিষয় সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
২০ বার পড়া হয়েছে

নিরাপত্তা নিয়ে অনড় বাংলাদেশ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কার বিকল্প চায় বিসিবি

আপডেট সময় ০৭:১৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান বিবেচনায় নিয়ে আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সুযোগ দিতে পারে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়—ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, তাতে কোনো পরিবর্তন আসছে না।
সূত্র জানায়, ভারতে খেলতে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এবং সরকার কেন এতে সম্মতি দিচ্ছে না—এসব বিষয়ে বিভিন্ন সংস্থার গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ না করে আসিফ নজরুল বলেন, “আমরা যা বোঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।” ক্রিকেটারদের প্রতিক্রিয়া নিয়েও তিনি মন্তব্য করতে চাননি।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ভারত অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজনের আগ্রহ দেখাচ্ছে। এমন প্রেক্ষাপটে একটি ক্রিকেটপ্রেমী দেশ বিশ্বকাপে অংশ না নিলে সেটি তাদের জন্য বড় ধাক্কা হতে পারে।
এর আগে বুধবার আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমাও নির্ধারণ করা হয়, যা শিগগিরই শেষ হতে চলেছে। এ বিষয়ে বিসিবি সভাপতি জানান, আইসিসির সঙ্গে বৈঠকে কিছু “চমকপ্রদ” বিষয় সামনে এসেছে।