ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

চালের বাজারে লাগামছাড়া দর, আমদানিতেও কমছে না চাপ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চালের বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। উৎপাদন বাড়ানো কিংবা আমদানির উদ্যোগ নেওয়া হলেও দাম বৃদ্ধির গতি থামানো যাচ্ছে না। নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা হিসেবে পরিচিত মোটা চালের দাম কেজিপ্রতি এখন দাঁড়িয়েছে ৫৫ টাকায়। পাশাপাশি নাজিরশাইল ও মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এতে দৈনন্দিন খাদ্য তালিকার প্রধান এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।
চালের দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলারদের দায়ী করছেন। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। তবে এসব অভিযোগ নাকচ করে মিলাররা বলছেন, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি ধানের দাম বাড়ার প্রভাবও চালের বাজারে পড়ছে বলে দাবি তাদের।
এদিকে, গত ১৯ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান দেশে এলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে চালের দাম অনেক বেশি। বিশেষ করে ভারত রফতানি সীমিত করার পর থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি টন আমদানি করা চালের সর্বোচ্চ দাম ছিল ৭৮ হাজার টাকা। কিন্তু চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪০০ টাকায়, যা দেশের বাজারে চালের দামে সরাসরি প্রভাব ফেলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
১৭ বার পড়া হয়েছে

চালের বাজারে লাগামছাড়া দর, আমদানিতেও কমছে না চাপ

আপডেট সময় ০৮:০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

চালের বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। উৎপাদন বাড়ানো কিংবা আমদানির উদ্যোগ নেওয়া হলেও দাম বৃদ্ধির গতি থামানো যাচ্ছে না। নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা হিসেবে পরিচিত মোটা চালের দাম কেজিপ্রতি এখন দাঁড়িয়েছে ৫৫ টাকায়। পাশাপাশি নাজিরশাইল ও মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা দরে। এতে দৈনন্দিন খাদ্য তালিকার প্রধান এই পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষ।
চালের দাম বৃদ্ধির পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলারদের দায়ী করছেন। তাদের অভিযোগ, মিল পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটি বড় করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। তবে এসব অভিযোগ নাকচ করে মিলাররা বলছেন, জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি ধানের দাম বাড়ার প্রভাবও চালের বাজারে পড়ছে বলে দাবি তাদের।
এদিকে, গত ১৯ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান দেশে এলেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে চালের দাম অনেক বেশি। বিশেষ করে ভারত রফতানি সীমিত করার পর থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতি টন আমদানি করা চালের সর্বোচ্চ দাম ছিল ৭৮ হাজার টাকা। কিন্তু চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪০০ টাকায়, যা দেশের বাজারে চালের দামে সরাসরি প্রভাব ফেলছে।