ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাকিস্তান না থাকলে বিশ্বকাপের সম্প্রচার ব্যবসা ধসে পড়বে: বাসিত আলী Logo গাজায় ইসরায়েলি অভিযানে প্রজন্ম ধ্বংসের করুণ চিত্র Logo লেবাননে আইডিএফের নতুন বিমান হামলা, নিহত হিজবুল্লাহর শীর্ষ আর্টিলারি কর্মকর্তা Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার Logo হামলা-মামলা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo মানবতাবিরোধী অপরাধ : চানখারপুলে ছয় হত্যাকাণ্ডের মামলার রায় আজ Logo রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা Logo জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক, নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা Logo সাফ নারী ফুটসাল জয়ে বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানালেন তারেক রহমান Logo স্বর্ণের দামে নতুন ইতিহাস, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৫৭ হাজার টাকা

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের বৃহত্তম উন্নয়ন উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রূপপুর প্রকল্পের ব্যয় সাড়ে ২৫ হাজার কোটি টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, ওই একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভা অনুষ্ঠিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রকল্প অনুমোদিত হয়েছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকার সীমিত সংখ্যক নতুন প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।
এদিকে এটি বর্তমান সরকারের শেষ একনেক বৈঠক ছিল বলে জানানো হলেও প্রয়োজনে ভবিষ্যতে আরও একনেক সভা আয়োজনের সুযোগ রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, এ ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হওয়ার নজিরের কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
১৮ বার পড়া হয়েছে

রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে আরও সাড়ে ২৫ হাজার কোটি টাকা

আপডেট সময় ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

দেশের বৃহত্তম উন্নয়ন উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা অতিরিক্ত খরচ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় রূপপুর প্রকল্পের ব্যয় সাড়ে ২৫ হাজার কোটি টাকা বেড়েছে।
তিনি আরও বলেন, ওই একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভা অনুষ্ঠিত হওয়ায় তুলনামূলকভাবে বেশি সংখ্যক প্রকল্প অনুমোদিত হয়েছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অন্তর্বর্তী সরকার সীমিত সংখ্যক নতুন প্রকল্প গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে।
এদিকে এটি বর্তমান সরকারের শেষ একনেক বৈঠক ছিল বলে জানানো হলেও প্রয়োজনে ভবিষ্যতে আরও একনেক সভা আয়োজনের সুযোগ রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা জানান, এ ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হওয়ার নজিরের কথা উল্লেখ করেন।