ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ছাত্রদল নেতা মোঃ মাহমুদুল আলম ফাবিরের বাসায় হামলা চালায় ফ্যাসিস্ট আখ্যা পাওয়া ছাত্রলীগের কর্মীরা। Logo ব্যারিস্টার সুমনকে চুনারুঘাট থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে Logo শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী Logo ৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা Logo ৮ দফা দাবি নিয়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ Logo ৮ ক্রিকেটারসহ ৯ জনকে বিসিবির নিষেধাজ্ঞা Logo নেতানিয়াহু কী গ্রেফতার হবেন? Logo আইএইএর নিন্দার জবাবে পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা ইরানের Logo মেজর জলিলকে বীরত্বসূচক খেতাব দিতে হবে: রব Logo আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক।

সামাজিক মাধ্যমে পাস্পরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা ‘কাস্টম চ্যাট লিস্ট’র মাধ্যমে যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা মিলবে। এছাড়া কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে যোগাযোগ আরও সহজ করা যাবে।

হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক ছাতার তলায় আনবে নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট।’

 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।
 
‘কাস্টম চ্যাট লিস্ট’র সুবিধা নিতে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। পরে অ্যাপের উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপআপ আসবে। সেখানে ক্লিক করুন। ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দেয়া যাবে। 
 
 

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
১২ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক

আপডেট সময় ০৮:১৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপে ‘কাস্টম লিস্ট’, নতুন চমক।

সামাজিক মাধ্যমে পাস্পরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে নতুন ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধা ‘কাস্টম চ্যাট লিস্ট’র মাধ্যমে যেকোনো গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা মিলবে। এছাড়া কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নম্বর বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে যোগাযোগ আরও সহজ করা যাবে।

হোয়াটসঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক ছাতার তলায় আনবে নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট।’

 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।
 
‘কাস্টম চ্যাট লিস্ট’র সুবিধা নিতে প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে। পরে অ্যাপের উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপআপ আসবে। সেখানে ক্লিক করুন। ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে ‘অ্যাড পিপল অর গ্রপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দেয়া যাবে।