ব্রেকিং নিউজ :
সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছরেই ঝরে গেল ফুটবলারের প্রাণ
সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছরেই ঝরে গেল ফুটবলারের প্রাণ।
মাত্র ২২ বছরেই পৃথিবীর মায়া ছাড়তে হলো ইকুয়েডর জাতীয় দলের মিডফিল্ডার মারকো আনগুলোকে। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) দল সিনসিনাটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
গত ৭ অক্টোবর ইকুয়েডরের রাজধানী কুইটোয় গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন আনগুলো। সে সময় তার মাথায় অস্ত্রোপচারও করা হয়। ৩৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি।
সেদিন স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে কুইটোর দক্ষিণ-পূর্বে রুমিনাহুই হাইওয়েতে গাড়ি দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক আহত আনগুলোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ‘ডেকম্প্রেসিভ ক্রানিক্টোমি’ অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার ভেতর থেকে ৩০০ কিউবিক সেন্টিমিটার রক্ত বের করা হয়।
একই সঙ্গে আনগুলোর ফুসফুসেও সমস্যা দেখা দেয়ায় তার বুকে টিউব বসিয়ে শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সোমবার (১১ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার।
দুর্ঘটনার দিন তিনি তার বোনের নামে লাইসেন্সকৃত ফোর্ড এক্সপ্লোরারে আরও চারজনের সঙ্গে ভ্রমণ করছিলেন। এর মধ্যে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩জন প্রাণ হারালেন। বাকিরা হলেন- ইন্দেপেন্দিয়েন্তের তরুণ তারকা রবার্তো ক্যাবেজাস সিমিস্তেরা এবং ভিক্তর চারকোপা নাজারেনো।
আনগুলো সবশেষ এমএলএসের ক্লাব সিনসিনাটি থেকে ধারে ইকুয়েডরনের ক্লাব এলডিইউ কুইটোর হয়ে খেলেছেন। ২০২০ সালে পেশাদার ফুটবলার হিসেবে অভিষেক হয় আনগুলোর। ২০২২ সালে ইকুয়েডর জাতীয় দলেও অভিষেক হয় তার। জাতীয় দলের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ২০২৩ এর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। ম্যাচটিতে ইকুয়েডর ২-১ গোলে জয় পায়।
তার মৃত্যুতে শোক জানিয়ে তার ক্লাব বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত বেদনা এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় খেলোয়াড় মারকো আনগুলোর মৃত্যুতে আমরা শোকাহত। তার বিদায় আমাদের জন্য অপূরণীয় ক্ষতি, যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী ক্ষত রেখে গেল।’
ক্লাবের অধিনায়ক এজেকুয়েল পিওভিও ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ইকুয়েডর এমএলএস ফুটবলারের মৃত্যু সড়ক দুর্ঘটনা