ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েল, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা Logo ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের Logo সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব Logo অসম্পূর্ণ ঘোষণাপত্রে আপত্তি জানিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিলেন হাসনাত Logo বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের এক বছরের প্রচেষ্টা সফল: বাণিজ্য উপদেষ্টা Logo যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর, অনিশ্চিত রয়ে গেছে রুলস অব অরিজিন Logo সরকারের দ্বিতীয় পর্যায় শুরু, মূল লক্ষ্য অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo রামপুরায় আন্দোলনের সময় গুলি করে হত্যা: পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা Logo ইসলামাবাদে শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo নেতানিয়াহুর নতুন পরিকল্পনা: গাজা দখলে তীব্র উত্তেজনা বাড়ছে

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

ছবি সংগৃহীত

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা।

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশু শেখর দে এ কথা জানান।

তারা বলেন, এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
 
তবে এবার বইমেলার আগে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। প্রতিবছর বাইরের যে সব দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
 
আয়োজকরা জানিয়েছেন, এখন পর্যন্ত বিদেশি দেশের স্টলের তালিকায় বাংলাদেশের নাম নেই। তারা বলছেন, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে আপাতত না ধরেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন এগোচ্ছে।
 
বাংলাদেশ এবারের বইমেলায় অংশগ্রহণ না করলে বা অংশ নিতে দেয়া না হলে বাঙালি পাঠকদের একটি বড় অংশ বঞ্চিত হবেন বলেও আয়োজকরা স্বীকরা করেছেন। কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স না থাকায় তারা এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলতে নারাজ।
 
প্রতি বছরের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৮তম কলকাতা বইমেলা হবে। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি।
 
আয়োজকরা জানিয়েছেন, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি এর আগে কখনও অংশগ্রহণ করেনি। এবার সেই অপেক্ষার অবসান হলো।
 
এবারের বইমেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশ নেবে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা রাজ্যের প্রকাশনাও থাকছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
৮১ বার পড়া হয়েছে

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা

আপডেট সময় ০৮:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কলকাতা বইমেলায় বাংলাদেশ থাকছে কি না, জানালেন আয়োজকরা।

৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এবারের মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সরকার কী সিদ্ধান্ত নেয় তার ওপর বিষয়টি নির্ভরশীল বলে জানিয়েছে আয়োজকরা।

শুক্রবার (১৫ নভেম্বর) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা আয়োজক কমিটির সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশু শেখর দে এ কথা জানান।

তারা বলেন, এবারের বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়।
 
তবে এবার বইমেলার আগে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। প্রতিবছর বাইরের যে সব দেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
 
আয়োজকরা জানিয়েছেন, এখন পর্যন্ত বিদেশি দেশের স্টলের তালিকায় বাংলাদেশের নাম নেই। তারা বলছেন, কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে আপাতত না ধরেই কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন এগোচ্ছে।
 
বাংলাদেশ এবারের বইমেলায় অংশগ্রহণ না করলে বা অংশ নিতে দেয়া না হলে বাঙালি পাঠকদের একটি বড় অংশ বঞ্চিত হবেন বলেও আয়োজকরা স্বীকরা করেছেন। কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স না থাকায় তারা এখন পর্যন্ত এ বিষয়ে কথা বলতে নারাজ।
 
প্রতি বছরের মতো এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৮তম কলকাতা বইমেলা হবে। এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি।
 
আয়োজকরা জানিয়েছেন, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি এর আগে কখনও অংশগ্রহণ করেনি। এবার সেই অপেক্ষার অবসান হলো।
 
এবারের বইমেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ অংশ নেবে। এছাড়া থাকছে ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা রাজ্যের প্রকাশনাও থাকছে।