ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নারায়ণগঞ্জে আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে Logo যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া Logo ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ Logo শেষ মুহূর্তে বাসার আল আসাদকে বাঁচাতে বিমান পাঠিয়েছিল ইরান— দাবি নেতানিয়াহুর Logo বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান’ Logo ভারতের বিকল্প সিলেট থেকে উড়াল দিলো কার্গো প্লেন Logo বিচ্ছেদের পর যে নায়িকা এখনও সিঙ্গেল Logo দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo এ. কে. ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেন তারেক রহমান Logo কোনো সারার সঙ্গেই আমি প্রেম করছি না: শুভমান গিল

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

প্রথমে জুলাই মাসে, পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারত সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মোদি-পুতিনের সম্পর্ক অজানা নয়। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান মোদি। 
 
 
সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।
 
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 
 
 
একইসঙ্গে, গত কয়েক মাসে একাধিকবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এবার ভারতে আসছেন পুতিন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
৫৩ বার পড়া হয়েছে

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

আপডেট সময় ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ভারতে আসছেন পুতিন, ‘বন্ধু’ মোদির সঙ্গে কী নিয়ে বৈঠক?

প্রথমে জুলাই মাসে, পরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে অক্টোবরে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারত সফরে। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও, পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই পুতিনের ভারত সফরসূচি ঘোষণা করা হবে। তা নিয়ে আলোচনা চলছে। ভারতে এসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, মোদি-পুতিনের সম্পর্ক অজানা নয়। চলতি বছরেই দু’বার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। তার পর অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতেও রাশিয়া যান মোদি। 
 
 
সম্মেলনের ফাঁকেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকও সারেন মোদি। সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার। তবে দু’বারই আলোচনায় উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ।
 
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই যুক্তরাষ্ট্রসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো রাশিয়াকে কূটনৈতিক দুনিয়ায় একঘরে করার চেষ্টা করেছে। মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ওপর একাধিক অর্থনৈতিক অবরোধও জারি করেছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 
 
 
একইসঙ্গে, গত কয়েক মাসে একাধিকবার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোদি যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় কৌশলগত সম্পর্ক রাখলেও পুরনো মিত্র রাশিয়ার বিরুদ্ধে যায়, সরাসরি এমন কোনো সিদ্ধান্তে সায় দেয়নি ভারত। সেই আবহে এবার ভারতে আসছেন পুতিন।