ব্রেকিং নিউজ :
ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার
ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার।
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেট টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে অজিরা। ১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বলেই তা তুলে ফেলে অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে বল হয়েছে মাত্র ১০৩১টি। যা অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে যা সবচেয়ে কম বলের ম্যাচ।
অ্যাডিলেট টেস্টের দ্বিতীয় দিনেই সকলের জানা হয়ে যায়, কে জিততে যাচ্ছে এই টেস্ট। তবুও তৃতীয় দিনে মাঠে এসেছিল প্রায় ৩৩ হাজার দর্শক। তৃতীয় দিনে মাত্র ২ ঘণ্টার মধ্যেই জয় তুলে নেয় অজিরা। তাতে ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতায় আনে অস্ট্রেলিয়া।
এদিকে প্রথম ইনিংসে ভারতকে ১৮০ রানে অল আউট করার পর ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। তাতে ১৫৭ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যাটিং ব্যর্থতায় ৩৬.৫ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তাতে ১৯ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়ার সামনে। যা মাত্র ৩.২ ওভারেই তুলে নেয় স্বাগতিকরা।
সব মিলিয়ে পুরো ম্যাচে খেলা হয়েছে ১০৩১ বল। এত কম বলে অস্ট্রেলিয়া কখনও ভারতকে হারায়নি। দুই দলের লড়াইয়ে এর আগে সবচেয়ে কম বলের ম্যাচ ছিল ২০২৩ সালের ইন্দোর টেস্ট—১১৩৫ বল।
ভারতকে হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া। ব্যাট-বল-ফিল্ডিং, তিন সেক্টরেই দারুণ করেছে অজিরা। এবার দেখার পালা পরের টেস্টে কেমন করে দুই দল। অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর ব্রিসবেনে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live ক্রিকেট অস্ট্রেলিয়া খেলা বর্ডার-গাভাস্কার ট্রফি রেকর্ড