দক্ষিণ আফ্রিকার উদ্দেশে সফরের কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি পদত্যাগ করেছেন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির এক মুখপাত্র।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন এ অজি সাবেক ক্রিকেট তারকা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না শান মাসুদরা।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, গিলেস্পি মূলত তার সহকারী কোচ টিম নিলসেনের সঙ্গে চুক্তি নবায়নে পিসিবি অসম্মতি জানানোয় এমন সিদ্ধান্ত নেন গিলেস্পি।
নিয়েলসনকে এই বছরের আগস্টেই নিয়োগ দেয় পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল মূলত হাইপারফরম্যান্স রেড বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। তিনি নিজেও মনে করছিলেন, দলের সঙ্গে ভালো বোঝা পড়া হয়ে গেছে তার। এবং দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ ভাবছিলেন। কাজ নিয়ে দুজনের মধ্যেই ভালো সম্পর্ক ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, গিলেস্পি কাণ্ডে অবশ্য পিসিবিও বেশিক্ষণ অপেক্ষা করেনি। গিলেস্পির বদলি ইতোমধ্যে খুঁজে নিয়েছে তারা। লাল বলের ক্রিকেটের জন্য আকিব জাবেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে গ্যারি কারস্টেনের স্থলাভিষিক্ত হয়ে সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন আকিব।
এদিকে, পাকিস্তানের টেস্ট দলের আগে অবশ্য টি-টোয়েন্টি ও ওয়ানডে দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজের একটি টি-টোয়েন্টিও খেলে ফেলেছে তারা। যেখানে ডাগআউট সামলাচ্ছেন আকিব জাবেদ।
সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে তারা তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে। এরপর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সাদা পোশাকের লড়াই। সেঞ্চুরিয়নে ওই ম্যাচ দিয়ে আকিব জাবেদের পাকিস্তানের কোচ হিসেবে টেস্ট অভিষেক হবে।