ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার গুজবে ‘বিশৃঙ্খলা’, টিয়ার গ্যাস নিক্ষেপ!
যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার গুজবে ‘বিশৃঙ্খলা’, টিয়ার গ্যাস নিক্ষেপ!
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়ার ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেখানে জড়ো হন অসংখ্য অভিবাসনপ্রত্যাশী। এসময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। এতে বিপাকে পড়েন কয়েকশ’ অভিবাসনপ্রত্যাশী।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত খুলে দেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে সীমান্তবর্তী কাঁটাতারের দেয়ালের সামনে জড়ো হন শত শত অভিবাসনপ্রত্যাশী। যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন অনেকে।
এসময় তাদের ছত্রভঙ্গ করতে কঠোর অবস্থানে যায় মার্কিন সীমান্তরক্ষী বাহিনী। হেলিকপ্টার দিয়ে টহলের পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয়। এতে অসুস্থ হয়ে পড়েন অনেকে।
সীমান্তে জড়ো হওয়া অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই মেক্সিকো ও ভেনিজুয়েলার নাগরিক বলে জানা গেছে। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক নিপীড়নের কারণে দেশত্যাগে বাধ্য হয়েছেন তারা।
নতুন প্রশাসন আসার আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের আকাঙ্ক্ষা ছিল অভিবাসনপ্রত্যাশীদের। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর কড়া অভিবাসন নীতির আশঙ্কায় অনেকে সীমান্ত পার হতে মরিয়া হয়ে উঠেছেন।
এদিকে, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তিয়ুয়ানা শহরের রাজপথে নামেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ও মানবাধিকার কর্মী। পদযাত্রাটি যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে এসে শেষ হয়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট, নিউজউইক