ব্রেকিং নিউজ :
ঘন কুয়াশা: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঘন কুয়াশা: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫।
ঘন কুয়াশায় ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কার পর পেছনে থাকা কাভার্ডভ্যান ধাক্কা দেয় কারটিকে। এতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দয়ে। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live মুন্সীগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত হতাহত