জম্মু-কাশ্মীর : ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত
জম্মু-কাশ্মীর : ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত।
ভারতের জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
তারা আরও জানান, তাদের কুইক অ্যাকশন টিম এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহত কর্মীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।