ব্রেকিং নিউজ :
‘কুরুচিকর মন্তব্য’ নিয়ে বনি ও ঋত্বিকার দ্বন্দ্ব চরমে!
‘কুরুচিকর মন্তব্য’ নিয়ে বনি ও ঋত্বিকার দ্বন্দ্ব চরমে!
আর কখনোই একসঙ্গে কাজ করবেন না টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং ঋত্বিকা সেন। জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর পর এবার আরও একটি আলোচিত জুটিকে হারালো টালিউড ইন্ডাস্ট্রি।
২০১৪ সালে শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ঋত্বিকা। বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেন বরবাদ সিনেমায়। ব্যবসা সফল এ সিনেমার পরই তারকা খ্যাতি পান দুজন। তখন বনির বয়স ২৪ আর ঋত্বিকার ১৪।
এ সিনেমার পর শোবিজপাড়ায় গুঞ্জন ওঠে বনির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ঋত্বিকার। যদিও বনির সঙ্গে আগেই প্রেমের সম্পর্কে ছিলেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। এ কারণে প্রেমের সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে পরিচিতি পেতে শুরু করেন ঋত্বিকা।
‘কুরুচিকর’ এমন মন্তব্য ঋত্বিকার কানে পৌঁছাতেই এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালে দেয়া এক সাক্ষাৎকারে ঋত্বিকা বলেন, আমার সঙ্গে বনির প্রেম কোনওকালেই ছিল না। এগুলো রটানো হয়েছে। কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না। আমার পারিবারিক শিক্ষা এমন নয়।
প্রেম না থাকলেও বন্ধুত্ব ছিল। এমন প্রশ্ন ঋত্বিকাকে ছুড়ে দিলে অভিনেত্রী বলেন, বনির সঙ্গে কোনওদিনই কিন্তু আমার গাঢ় বন্ধুত্ব ছিল না। কাজের সূত্রে যা হয়ে থাকে, তাই।
ঋত্বিকার দিক থেকে কোনোকিছু ছিল না। তবে কি বনির দিক থেকে ছিল? এমন প্রশ্নে ঋত্বিকা বলেন, জানি না, জানতে চাইও না। আমি বনির সঙ্গে ছবি করব না বলে ঠিক করেছি। বাড়িতেও বাবা-মায়ের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তারাও সহমত।
এদিকে বনির সঙ্গে ঋত্বিকার অভিনয় না করার সিদ্ধান্ত নায়কের কানে পৌঁছাতেই কিছুক্ষণ চুপ করে থাকেন অভিনেতা। এরপর কোনোরকম রাখঢাক না রেখেই বনি বলেন, ঋত্বিকা সিদ্ধান্ত নেয়ার অনেক আগে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে ওর সঙ্গে এ জীবনে আর কাজ করব না। দু’তিনটে অফার এসেছিল। আমি না করে দিয়েছি।
হঠাৎ কী এমন হলো? এমন প্রশ্নের উত্তরে বনি বলেন, ও চূড়ান্ত অপেশাদার। বছর কয়েক আগে একটা ফটোশুট করছিলাম আমরা। সেখানে এমন কিছু ঘটনা ঘটে, আমি সিদ্ধান্ত নিই ওর সঙ্গে কাজ করা সম্ভব নয়।
কী ঘটেছিল জানতে চাইলে বনি সে উত্তর দিতে রাজি হননি। শোবিজ পাড়ায় খোঁজ নিয়ে জানা যায়, শুটিং চলাকালীন ব্যক্তিগত কাজে বেশ কিছু সময়ের জন্য হঠাৎই শুটিং থেকে গায়েব হন ঋত্বিকা। যাতে রেগে যান বনি।
ঋত্বিকার প্রতি কখনও কী ভালোবাসা ছিল বনির? এমন প্রশ্নে অভিনেতার উত্তর, একেবারেই নয়, ও অনেকটা ছোট। প্রশ্নই ওঠে না।
মান-অভিমান আর ভুল বোঝাবুঝিতে টালিউড সিনেমার সফল জুটি হারিয়ে গেলো। এমন খবর ছড়িয়ে পড়তেই মন ভালো নেই বনি-ঋত্বিকা জুটি ভক্তদের।