ব্রেকিং নিউজ :
ভারতের নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি ভূপাতিত করা হয় কোয়াডকপ্টার ড্রোনটি।
এ সময় ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তোলে পাকিস্তান। অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনীর ওপর নজরদারির জন্য ড্রোনটি পাঠানো হয়েছিল।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত দুই দেশর সম্পর্ক। বেড়েছে পাল্টাপাল্টি সামরিক তৎপরতাও।