ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।

 

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়া সরকার বলছে, নেতানিয়াহু সরকার মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ হিসেবে আচরণ করছে।

 

নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্বিচার হামলার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
 
এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে নিকারাগুয়ান কংগ্রেস।
 
 
ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়।
 
রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন।
 
ঘোষণাটি এমন সময়ে এল, যখন গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
 
 
ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের নির্বিচার হামলা শুরুর বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
৪ বার পড়া হয়েছে

‘ফ্যাসিবাদী’ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

আপডেট সময় ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। শুক্রবার (১১ অক্টোবর) দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।

 

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়া সরকার বলছে, নেতানিয়াহু সরকার মধ্যপ্রাচ্যে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ হিসেবে আচরণ করছে।

 

নিকারাগুয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্বিচার হামলার কারণে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
 
এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে নিকারাগুয়ান কংগ্রেস।
 
 
ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়।
 
রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন।
 
ঘোষণাটি এমন সময়ে এল, যখন গাজা ও লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
 
 
ইরানের সঙ্গে ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের নির্বিচার হামলা শুরুর বর্ষপূর্তির পরপরই দেশটির সঙ্গে নিকারাগুয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা জানা গেল।