ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

কর্মসংস্থানের সংকট ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব সংবাদ :

কর্মসংস্থানের ঘাটতি ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি প্রধান কারণ বলে মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর মতে, এ সমস্যা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, এবং তাৎক্ষণিক সমাধান করাও বেশ কঠিন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ইউএনডিপি আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি ছিল নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়নের ওপর কেন্দ্রিত।

আসিফ মাহমুদ বলেন, “বেকারত্ব দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ সমস্যার সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। সামনে এলডিসি গ্র্যাজুয়েশন হলে চ্যালেঞ্জ আরও বাড়বে।”

কর্মশালায় জানানো হয়, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় ১০০ কোটি টাকার একটি নতুন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি, আরও প্রায় ৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিদেশি ও বেসরকারি উৎস থেকেও পাওয়া যেতে পারে। বিডার মতে, এই তহবিল ব্যবহার করে দেশীয় উদ্ভাবনী ব্যবসা আইডিয়াগুলো বাস্তব রূপ পেতে পারে।

বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এতদিন বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে বড় আকারের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল, যার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা পেছনে পড়ে গিয়েছিল। এখন সরকার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সে পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১২৫ বার পড়া হয়েছে

কর্মসংস্থানের সংকট ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম কারণ: উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

কর্মসংস্থানের ঘাটতি ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি প্রধান কারণ বলে মন্তব্য করেছেন শ্রম, কর্মসংস্থান ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর মতে, এ সমস্যা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, এবং তাৎক্ষণিক সমাধান করাও বেশ কঠিন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ইউএনডিপি আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি ছিল নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়নের ওপর কেন্দ্রিত।

আসিফ মাহমুদ বলেন, “বেকারত্ব দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। এ সমস্যার সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। সামনে এলডিসি গ্র্যাজুয়েশন হলে চ্যালেঞ্জ আরও বাড়বে।”

কর্মশালায় জানানো হয়, স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় ১০০ কোটি টাকার একটি নতুন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি, আরও প্রায় ৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিদেশি ও বেসরকারি উৎস থেকেও পাওয়া যেতে পারে। বিডার মতে, এই তহবিল ব্যবহার করে দেশীয় উদ্ভাবনী ব্যবসা আইডিয়াগুলো বাস্তব রূপ পেতে পারে।

বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এতদিন বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে বড় আকারের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল, যার ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা পেছনে পড়ে গিয়েছিল। এখন সরকার বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সে পরিস্থিতি বদলানোর উদ্যোগ নিয়েছে।