তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির একটি বেঞ্চ শুনানির এই দিন নির্ধারণ করেন।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিএনপির পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, দেশের বিচারব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলুপ্তির ফলে। এই কারণেই তারা আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদন করেছেন।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ২১ অক্টোবরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত।
এর আগে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্ট কার্যকর ও স্থায়ী সমাধান চায়, যাতে ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি না হয়। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি গণতন্ত্রের স্থায়ী ভিত্তি গড়ে তুলতে পারে—এমন কোনো সমাধানেই আদালতের আগ্রহ।
এই রিভিউ আবেদনের পেছনে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামি, ও নাগরিক সংগঠন সুজন-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক, যারা ২০১১ সালের ১০ মে দেয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল রায়ের পুনর্বিবেচনা চেয়েছেন।
উল্লেখ্য, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা এই সংশোধনী বাতিল করেন। শুনানিতে আইনজীবীরা জানান, ওই ৭ বিচারপতির মধ্যে চারজন রায়ের পক্ষে ছিলেন এবং পরে তারা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। অন্য তিনজন রায়ের বিরোধিতা করায় তাদের সেই সুযোগ হয়নি।