ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

অশ্বিনের নজর এখন আরব আমিরাতের টি২০ লিগে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

গত বছর বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সম্প্রতি তিনি আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতীয় লিগ থেকে বিদায়ের পর তার নতুন লক্ষ্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

ভারতের নিয়ম অনুযায়ী, আইপিএলে সক্রিয় থাকাকালীন অন্য কোনো দেশের লিগে খেলার অনুমতি নেই ক্রিকেটারদের। তবে অবসর নেওয়ার ফলে সেই বাধা কাটিয়ে উঠেছেন অশ্বিন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন তিনি। চেন্নাইয়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার না হওয়ায় শেষমেশ আইপিএলকে বিদায় জানান এই অফ-স্পিনার।

আইপিএলের দীর্ঘ ক্যারিয়ারে ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট শিকার করেছেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। রাজস্থান রয়্যালস, পুনে, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়েও খেলেছেন অশ্বিন, তবে বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা তার এখনো হয়নি।

অবসরের সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিদেশি লিগে খেলতে চান। সেই ধারাবাহিকতায় এখন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টি২০ (আইএলটি২০) আয়োজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, “হ্যাঁ, আয়োজকদের সঙ্গে কথা চলছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে দলে নেবে।”

আইএলটি২০-তে এবারই প্রথম নিলাম হতে যাচ্ছে, যেখানে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে দলগুলো। এর আগে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার নেওয়া হতো। যদি কোনো দল তাকে কিনে নেয়, তাহলে অশ্বিন হবেন এই লিগে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার। এর আগে রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও আম্বাতি রাইডু চুক্তিবদ্ধ হয়েছিলেন, যদিও এখন পর্যন্ত শুধু রাইডুই এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে

অশ্বিনের নজর এখন আরব আমিরাতের টি২০ লিগে

আপডেট সময় ০৫:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

গত বছর বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সম্প্রতি তিনি আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতীয় লিগ থেকে বিদায়ের পর তার নতুন লক্ষ্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

ভারতের নিয়ম অনুযায়ী, আইপিএলে সক্রিয় থাকাকালীন অন্য কোনো দেশের লিগে খেলার অনুমতি নেই ক্রিকেটারদের। তবে অবসর নেওয়ার ফলে সেই বাধা কাটিয়ে উঠেছেন অশ্বিন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন তিনি। চেন্নাইয়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার না হওয়ায় শেষমেশ আইপিএলকে বিদায় জানান এই অফ-স্পিনার।

আইপিএলের দীর্ঘ ক্যারিয়ারে ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট শিকার করেছেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। রাজস্থান রয়্যালস, পুনে, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়েও খেলেছেন অশ্বিন, তবে বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা তার এখনো হয়নি।

অবসরের সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিদেশি লিগে খেলতে চান। সেই ধারাবাহিকতায় এখন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টি২০ (আইএলটি২০) আয়োজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, “হ্যাঁ, আয়োজকদের সঙ্গে কথা চলছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে দলে নেবে।”

আইএলটি২০-তে এবারই প্রথম নিলাম হতে যাচ্ছে, যেখানে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে দলগুলো। এর আগে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার নেওয়া হতো। যদি কোনো দল তাকে কিনে নেয়, তাহলে অশ্বিন হবেন এই লিগে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার। এর আগে রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও আম্বাতি রাইডু চুক্তিবদ্ধ হয়েছিলেন, যদিও এখন পর্যন্ত শুধু রাইডুই এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেছেন।