ব্রেকিং নিউজ :
পাকিস্তানের নতুন হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।
আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ক উন্নয়ন নিয়ে গুরুত্ব দেওয়া হয়। মির্জা ফখরুল পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এ সময় উভয়পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live পাকিস্তানের হাইকমিশনার মির্জা ফখরুল