ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে

পাকিস্তানের গ্রুপে থেকেও এশিয়া কাপ ছাড়েনি ভারত, জানাল কারণ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মে মাসের শুরুর দিকে দুই দেশ পরস্পরের ওপর পাল্টাপাল্টি আঘাত হানে। তখনই ভারতে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ বয়কটের দাবি জোর পায়। এমনকি কিছু ব্যক্তিমালিকানাধীন প্রতিযোগিতায় ভারত কয়েকটি ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেয়।

গত জুলাই–আগস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) ভারত ও পাকিস্তান একই গ্রুপে ছিল। তবে ম্যাচের দিন পহেলগাম ঘটনার প্রসঙ্গ তুলে ভারত খেলেনি। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল এরপর সেমিফাইনালেও মাঠে নামেনি। ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছালেও শিরোপা হারায় দক্ষিণ আফ্রিকার সাবেকদের কাছে।

চলতি এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। প্রথমে ধারণা করা হয়েছিল, সূর্যকুমার যাদবরা হয়তো এবারের আসরেই অংশ নেবেন না। বিষয়টি ঘিরে ভারতে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত দল বয়কট না করে খেলতে নামার সিদ্ধান্ত নেয়। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামছে তারা।

এশিয়া কাপ বয়কট না করার ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া। হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন, “এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট, ঠিক যেমন অলিম্পিক, ফিফা বিশ্বকাপ, এএফসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক অ্যাথলেটিকসের আসর। বয়কট করলে ভবিষ্যতে আয়োজক হওয়ার সময় আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরও জানান, ২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এবং সে অবস্থান বদলানোর ইঙ্গিতও নেই। সাইকিয়ার ভাষায়, “যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ হতো, তবে আমরা শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে খেলতাম না। পাকিস্তানের সঙ্গে ২০১২-১৩ সাল থেকে কোনো সিরিজ হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের গ্রুপে থেকেও এশিয়া কাপ ছাড়েনি ভারত, জানাল কারণ

আপডেট সময় ০৩:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মে মাসের শুরুর দিকে দুই দেশ পরস্পরের ওপর পাল্টাপাল্টি আঘাত হানে। তখনই ভারতে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ বয়কটের দাবি জোর পায়। এমনকি কিছু ব্যক্তিমালিকানাধীন প্রতিযোগিতায় ভারত কয়েকটি ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেয়।

গত জুলাই–আগস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) ভারত ও পাকিস্তান একই গ্রুপে ছিল। তবে ম্যাচের দিন পহেলগাম ঘটনার প্রসঙ্গ তুলে ভারত খেলেনি। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল এরপর সেমিফাইনালেও মাঠে নামেনি। ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছালেও শিরোপা হারায় দক্ষিণ আফ্রিকার সাবেকদের কাছে।

চলতি এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। প্রথমে ধারণা করা হয়েছিল, সূর্যকুমার যাদবরা হয়তো এবারের আসরেই অংশ নেবেন না। বিষয়টি ঘিরে ভারতে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত দল বয়কট না করে খেলতে নামার সিদ্ধান্ত নেয়। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামছে তারা।

এশিয়া কাপ বয়কট না করার ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া। হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন, “এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট, ঠিক যেমন অলিম্পিক, ফিফা বিশ্বকাপ, এএফসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক অ্যাথলেটিকসের আসর। বয়কট করলে ভবিষ্যতে আয়োজক হওয়ার সময় আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরও জানান, ২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এবং সে অবস্থান বদলানোর ইঙ্গিতও নেই। সাইকিয়ার ভাষায়, “যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ হতো, তবে আমরা শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে খেলতাম না। পাকিস্তানের সঙ্গে ২০১২-১৩ সাল থেকে কোনো সিরিজ হয়নি।”