ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশের প্রতিশ্রুতি ও সহায়তা জরুরি: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ওজোনস্তর সংরক্ষণে রাজনৈতিক সদিচ্ছা ও বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ওজোনস্তর ক্ষয়ের প্রভাবে মানবস্বাস্থ্য, কৃষি এবং জীববৈচিত্র্য বড় ধরনের হুমকির সম্মুখীন হয়।

রিজওয়ানা হাসান আরও জানান, মন্ট্রিয়ল প্রোটোকলের মতো আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের কারণে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এটি প্রমাণ করে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

তিনি বলেন, উন্নত দেশগুলোর অর্থ ও প্রযুক্তিগত সহায়তার কারণে ওজোনস্তর রক্ষায় বিশ্বব্যাপী সাফল্য এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও অনুরূপ প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি সবাইকে আহ্বান জানান, গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে তা কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপির প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেষে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন রোধে উন্নত দেশের প্রতিশ্রুতি ও সহায়তা জরুরি: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০২:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ওজোনস্তর সংরক্ষণে রাজনৈতিক সদিচ্ছা ও বৈশ্বিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, ওজোনস্তর ক্ষয়ের প্রভাবে মানবস্বাস্থ্য, কৃষি এবং জীববৈচিত্র্য বড় ধরনের হুমকির সম্মুখীন হয়।

রিজওয়ানা হাসান আরও জানান, মন্ট্রিয়ল প্রোটোকলের মতো আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের কারণে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এটি প্রমাণ করে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

তিনি বলেন, উন্নত দেশগুলোর অর্থ ও প্রযুক্তিগত সহায়তার কারণে ওজোনস্তর রক্ষায় বিশ্বব্যাপী সাফল্য এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও অনুরূপ প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি সবাইকে আহ্বান জানান, গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে তা কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ইউএনডিপির প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেষে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।