ইসরায়েলি হামলার মাঝেও রিমার দৃঢ় প্রতিজ্ঞা
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়া ফরাসি রাজনীতিবিদ রিমা হাসান আবারও স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়েছেন। আক্রমণের শিকার হওয়ার পরও তিনি সামাজিক মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) এক্স-এ দেয়া পোস্টে রিমা বিশ্ব অর্থনীতি অচল করার আহ্বান জানান এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দেন। এদিন তার অবস্থানকারী জাহাজে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং ক্যাপ্টেনসহ কয়েকজনকে আটক করে।
রিমা ফ্রান্সের জনগণকে সংহতি প্রকাশের আহ্বানও জানিয়েছেন। আক্রমণের সময় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও বার্তা দিতেও দেখা যায়, যেখানে তিনি বলেন, “স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হার মানব না।”
উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেয়ার উদ্যোগ, যেখানে ৪৪ দেশের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় এমপি, মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবী।