খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুম্ম ছাত্র-জনতার
খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার তা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটি তাদের ফেসবুক পেজে এই ঘোষণা প্রকাশ করে।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আট দফা দাবির আংশিক বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত রেখে অবরোধ পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খাগড়াছড়ি জেলায়। এরই প্রেক্ষিতে চারদিনব্যাপী অবরোধ শুরু হয়, যা পরে ৩০ সেপ্টেম্বর রাতে সাময়িকভাবে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
তবে সহিংস ঘটনার পর খাগড়াছড়ি সদর ও গুইমারায় এখনো জারি রয়েছে ১৪৪ ধারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংঘটিত ঘটনাগুলো তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে, গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও তিনজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। একইসঙ্গে, খাগড়াছড়ি সদরে সংঘটিত সহিংসতার অভিযোগেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের অভিযোগকে ইস্যু বানিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল।