রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এরদোগানই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি: ট্রাম্পের মন্তব্য
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ট্রাম্প বলেন, এরদোগানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি মনে করেন, রাশিয়া ও ইউক্রেন—দু’দেশই তুরস্কের এই নেতাকে সম্মান করে।
তিনি আরও যোগ করেন, “এরদোগানের সঙ্গে ন্যাটোর যদি কোনো সমস্যা হয়, সেটার সমাধান আমি করি। আমি বিশ্বাস করি, এরদোগান চাইলে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব।”
এর আগে সোমবার, মিশরের শার্ম আল-শেখ শহরে গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে বিশ্বের ২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়। ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ আমন্ত্রণে এরদোগানও সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়।
তুরস্কও জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতাসহ সব ধরনের উদ্যোগ গ্রহণে তারা প্রস্তুত।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া এই যুদ্ধ থামাতে তুরস্ক প্রথম থেকেই বিভিন্নভাবে সক্রিয় ভূমিকা রেখে আসছে।