অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা নিয়ে জানালেন আরিফিন শুভ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে শুটিং সেটের একটি ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় হঠাৎ তার গায়ে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার পর প্রথমবারের মতো কথা বলেছেন এই নায়ক।
১১ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে শুভ অভিনীত নতুন ছবি ‘নূর’। এরই মধ্যে আরও নতুন একটি সিনেমার শুটিং নিয়েও বিভিন্ন খবর সামনে আসে—যার একটি ছিল ভাইরাল হওয়া ওই দুর্ঘটনার ভিডিও। সেই সময় আগুনে দগ্ধ হয়ে আহত হন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চলমান কাজকর্ম, ব্যক্তিগত অবস্থা এবং দুর্ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান শুভ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় তার শরীরে আগুন লাগে। শুভকে হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়, আর গুজব ছড়ায় তিনি গুরুতর আহত।
এই বিষয়ে শুভ বলেন, ‘হ্যাঁ, আগুনে আমার পায়ে বেশ বড় ধরনের পোড়া ছিল। এখন আগের তুলনায় ভালো আছি। হাঁটার সময় কিছুটা কষ্ট হয়, সম্ভবত আর কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।’
বেশিরভাগ নেটিজেন দাবি করছিলেন, এটি ‘মালিক’ সিনেমার শুটিং সেটের ঘটনা। তবে শুভ সিনেমার নাম উল্লেখ করতে চাননি। তিনি বলেন, ‘এটি একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের অংশ। কোন সিনেমার দৃশ্য তা আপাতত প্রকাশ করছি না। তবে কোনো শুটিংয়ের কাঁচা দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেওয়া ঠিক নয়। সবাইকে এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি।’
ঘটনাটি যে একটি গোপন প্রজেক্টের শুটিং চলাকালীন হয়েছে—সে বিষয়েও ইঙ্গিত দেন শুভ। তিনি বলেন, ‘আমি তো কেবল অভিনয়শিল্পী। ঘোষণার দায়িত্ব প্রযোজনা প্রতিষ্ঠানের। যতদূর জানি, ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময় এখনও হয়নি।’





















