আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দুর্দান্ত ১৮তম ওভার, তবু অল্প ব্যবধানে হারল দুবাই ক্যাপিটালস
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এক অবিশ্বাস্য ওভারে মাত্র এক রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামা এই বাঁহাতি পেসার ইনিংসের ১৮তম ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরকে ফিরিয়ে ম্যাচে নাটকীয় মোড় আনেন।
এর আগের দিনই আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই তিনি আইএল টি-টোয়েন্টিতে উপহার দেন চেনা জাদুকরি বোলিং। যদিও একটি ক্যাচ মিস ও শেষ বলে ছক্কা হজম করায় তার বোলিং পরিসংখ্যান খুব উজ্জ্বল হয়নি, তবু এমআই এমিরেটসের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের লড়াইয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি, ৭ রানে পরাজিত হয় দুবাই ক্যাপিটালস।
ম্যাচের শুরুতে নিজের দ্বিতীয় ওভারে ১১ রান দেন মোস্তাফিজ। পরে ১৬তম ওভারে ফিরে এসে কামিন্দু মেন্ডিস ও টম ব্যান্টনের বিপক্ষে মাত্র ৬ রান খরচ করেন। ১৮তম ওভারে এক রান দিয়ে তিন উইকেট তুলে নিলে মনে হচ্ছিল পুরোনো ‘দ্য ফিজ’ ফিরে এসেছেন। কিন্তু শেষ ওভারে ১৬ রান হজম করতে হয় তাকে।
ব্যাট হাতেও ম্যাচে অবদান রাখার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ৫ বলে ১৬ রান। তবে তিনি মাত্র এক রান করে রানআউট হলে জয়ের আশা ভেঙে যায়। শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হারতে হয় দুবাই ক্যাপিটালসকে।
এই ম্যাচের আগে আইএল টি-টোয়েন্টিতে চার ম্যাচে তার ঝুলিতে ছিল ৬ উইকেট। অভিষেক আসরের প্রথম পাঁচ ম্যাচ শেষে মোস্তাফিজের মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৯টি।























