ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ।

গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন জাসপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি সবগুলো দ্বিপাক্ষিক সিরিজে আগুনঝড়া বোলিং করেছেন। আর তার স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন তিনি।

নারীদের ক্রিকেটে বর্ষসেরার র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি জিতেছেন অ্যামেলিয়া কার। আজ (২৮ জানুয়ারি) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে পুরুষ এবং নারীদের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

 

মুমরাহর সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। তবে সবাইকে পেছনে ফেলে এই পুরষ্কার নিজের করে নিয়েছেন বুমরাহ।
 
নারীদের ক্রিকেটে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলেছেন কার। নিউজিল্যান্ড নারী দলের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন এই অলরাউন্ডার। 
 
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন বুমরাহ। তবে পেসার হিসেবে তিনিই সর্বপ্রথম জিতলেন এই স্বীকৃতি। আর অ্যামেলিয়া কার নিউজিল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে জিতেছেন এই ট্রফি।
 

গত বছরটা বল হাতেও দারুণ সময় কাটিয়েছেন বুমরাহ। ৩ ফরম্যাট মিলিয়ে ২১ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেও হয়েছেন সিরিজসেরা। ওই সিরিজে বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন ভারতীয় পেসার।
 
সব ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। বছরে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৭১ উইকেট। দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তার।
৩৫৭ ওভার বল করে রান দিয়েছেন ২.৯৬ ইকোনমি রেটে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার বছর শেষ করেছেন ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে। অশ্বিনকে পেছনে ফেলে ভারতীয় বোলারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১২৪ বার পড়া হয়েছে

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ

আপডেট সময় ১০:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন বুমরাহ।

গত বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন জাসপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি সবগুলো দ্বিপাক্ষিক সিরিজে আগুনঝড়া বোলিং করেছেন। আর তার স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন তিনি।

নারীদের ক্রিকেটে বর্ষসেরার র‍্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি জিতেছেন অ্যামেলিয়া কার। আজ (২৮ জানুয়ারি) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে পুরুষ এবং নারীদের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।

 

মুমরাহর সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুক এবং অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। তবে সবাইকে পেছনে ফেলে এই পুরষ্কার নিজের করে নিয়েছেন বুমরাহ।
 
নারীদের ক্রিকেটে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলেছেন কার। নিউজিল্যান্ড নারী দলের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন এই অলরাউন্ডার। 
 
পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন বুমরাহ। তবে পেসার হিসেবে তিনিই সর্বপ্রথম জিতলেন এই স্বীকৃতি। আর অ্যামেলিয়া কার নিউজিল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে জিতেছেন এই ট্রফি।
 

গত বছরটা বল হাতেও দারুণ সময় কাটিয়েছেন বুমরাহ। ৩ ফরম্যাট মিলিয়ে ২১ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেও হয়েছেন সিরিজসেরা। ওই সিরিজে বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন ভারতীয় পেসার।
 
সব ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি গত বছরের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। বছরে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ৭১ উইকেট। দুইয়ে থাকা গাস অ্যাটকিনসনের চেয়ে ১৯ উইকেট বেশি তার।
৩৫৭ ওভার বল করে রান দিয়েছেন ২.৯৬ ইকোনমি রেটে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ক্রিকেটার বছর শেষ করেছেন ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে। অশ্বিনকে পেছনে ফেলে ভারতীয় বোলারদের মধ্যে এই সংস্করণে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের নতুন রেকর্ডও গড়েছেন তিনি।